স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন এর বড়গাছি দারুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে ভোলাহাট মানবসেবা সংগঠনের তত্ত্বাবধানে ও বন্ধু বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আজ ০১ ডিসেম্বর ছাত্র-ছাত্রীসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল ৯টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৫০০ জন ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করেন। এমন মহৎকর্মকে এক মানবিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সবাইকে মানবিক কাজ বা মানবসেবা করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিতে উৎসাহ প্রদান করেন বিশিষ্টজনেরা।
রক্তের গ্রুপ নির্ণয় কারী হিসেবে ছিলেন, রাসেল আহমেদ, উম্মে হাবিবা, আশিফা আহমেদ।
গ্রুপ নির্ণয় কাজে সহযোগিতা করেন, মোঃ শুভ, স্বপ্না খাতুন, নাফিস ইকবাল, মোঃ সুজন, হাসনাত রহমান।
সার্বিক সহযোগিতা করেন, রাজশাহী এভার কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সুমন আজিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং জামবাড়িয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক শাহিন আলম, সামাজিক ব্যক্তিত্ব মোস্তাফিজুল হক, বন্ধু বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাশমি আহমেদ বিশালসহ দুটি মানবসেবা সংগঠনের সদস্যবৃন্দরা।
ভোলাহাট মানবসেবা সংগঠনের সভাপতি মোঃ রাসেল আহমেদ, আমাদের এমন মানবিক কাজ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সর্বত্র সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা চলমান থাকবে।
সাংবাদিক শাহিন আলম বলেন, প্রত্যেকটি মানুষকে মানবসেবা করার জন্য এগিয়ে আসতে হবে। সামাজিক বিভিন্ন অসংগতি দূর করার জন্য এমন স্বেচ্ছাসেবক সংগঠনের ভূমিকা অপরিহার্য।
ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা বলেন, এমন মানবিক কাজের জন্য আমার সর্বদা সহযোগিতা অব্যাহত থাকবে।