স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেন।
আজ শুক্রবার ২৩ জানুয়ারি(২০২৬) নির্বাচনের প্রচারণার জন্য উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বড়গাছি বাজারে একসাথে হয়ে আবার সম্মিলিত মিছিল করেন।
প্রসঙ্গগত: সারাদেশে গত কালকে থেকে আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণার অনুমতি দিয়েছেন নির্বাচন কমিশন।
মিছিলটির নেতৃত্ব দেন ৪নং জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা।
প্রচারণার মিছিলে উপস্থিত ছিলেন, জামবাড়িয়া ইউনিয়নের বিএনপির মূলদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা
মিছিলে বিভিন্ন স্লোগান দিয়ে ভোটারদেরকে নিজেদের অবস্থান জানিয়ে ভোট প্রার্থনা করেন।