স্টাফ রিপোর্টারঃ
শিক্ষা ও ঐতিহ্যের ৬০ বছরের গৌরবময় পথচলা উপলক্ষে বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর২০২৫) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে হীরক জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করেন ৪ং জামবাড়িয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা। রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে ১৪-১২-২৫ তারিখ থেকে আগামী ৩১-০১-২৬ তারিখ পর্যন্ত।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয় সমাদৃত। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়, ০১-০১-১৯৬৬ সালে।
প্রতিষ্ঠাকালে ৫ জন শিক্ষক নিয়ে শুরু হয় স্কুলের পাঠদান কার্যক্রম। প্রধান শিক্ষক ছিলেন, ওবাইদুল হক রেনু ও আব্দুস শরিফ, কলিমুদ্দিন, মোঃ আমিনুল ইসলাম, ফজলুর রহমান ছিলেন সহকারী শিক্ষক। প্রতিষ্ঠালগ্নে
সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন, মাইন উদ্দিন মিঞা।
হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রেজিষ্ট্রেশন করতে হবে।
রেজিষ্ট্রেশন ফি- হলো পর্যায়ক্রমে, বর্তমান শিক্ষার্থীর ৬শত টাকা, সাবেক শিক্ষার্থী ১ হাজার, সাবেক শিক্ষার্থীর স্বামী/ স্ত্রী ১৫শ টাকা। সম্মানিত অতিথি হিসেবে থাকতে চাইলে নূন্যতম ফি হলো ৫ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এর শিক্ষাগত অগ্রগতি ও অবদান তুলে ধরেন। তারা বলেন, বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এলাকার শিক্ষা বিস্তারের অন্যতম প্রধান কেন্দ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামবাড়িয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা।
হীরক জয়ন্তী উৎসব এর আহ্বায়ক ও বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ শফিকুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে বিদ্যালয়ের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
আয়োজক কমিটির মাধ্যমে জানা যায়, হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠান সম্ভাব্য আগামী ঈদুল ফিতরের পরের দিন অর্থাৎ ২২ ও ২৩ মার্চ ২০২৬ তারিখ অনুষ্ঠিত হবে।