স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপির উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক সাংসদ আলহাজ্ব আমিনুল ইসলামের নেতৃত্বে তিলোকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথসভা ও লিফলেট বিতরণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ভোলাহাট উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মাহতাব উদ্দিন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন,
দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান মিজু, জেলা যুব দলের আহ্বায়াক কমিটির সদস্য মো. বেলাল উদ্দিন, উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনসুর আলী, সাবেক এমপি পিএস ও বিএনপি নেতা মোঃ কায়সার আহমেদ কচিসহ আরও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএনপি নেতা মোঃ ইসরাফিল হক মাস্টার।
সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, সাবেক উপজেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা রানা।
পথসভা ও লিফলেট বিতরণ প্রোগ্রামে প্রধান অতিথিসহ সবাই ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।